kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ঐতিহাসিক ইডেন টেস্টে ইতিহাস গড়লেন ইশান্ত শর্মা। ভারতের প্রথম পিঙ্ক বলের টেস্টে প্রথম উইকেট তো নিলেনই। সেই সঙ্গে এই টেস্টে পাঁচ উইকেট নিয়ে নিলেন তিনি। ইশান্ত ও শামি-উমেশের দাপটে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

পিঙ্ক টেস্টকে মানুষের মনে গেথে দিতে আয়োজনের খুঁত রাখেননি সৌরভ গাঙ্গুলি। টেস্ট শুরুর আগে তাঁর মধ্যে একেবারে বরকর্তার ব্যস্ততা। শচীন, ভিভিএস, গাভাস্কার থেকে শুরু করে কে নেই। অন্যদিকে, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন- এক ঘর ভিভিআইপিদের সামনে মুশফিকুরদের একেবারে ঘরে আমন্ত্রণ করে এনে ‘অপমান’ করল ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম পাঁচ ওভার ভারতীয় পেসারদের সামলে নিলেও সপ্তম ওভার থেকে শুরু হয় বাংলাদেশের ধস। ওপেনার ইমরুল কায়েসকে (৪) ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন ইশান্ত শর্মা। এরপর পরপর মমিনুল হক (০) ও মহম্মদ মিঠুনকে (০) ফেরান উমেশ যাদব। স্লিপে মমিনুলের অসাধারণ ক্যাচ ধরেন রোহিত শর্মা।

এরপর আসরে নামেন মহম্মদ শামি। এসেই তিনি বোল্ড করে দেন মুশফিকুর রহিমকে (০)। মহমুদ্দুলাহ ও লিটন দাস মিলে কিছুটা ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা করলেও ঋদ্ধির অসাধারণ ক্যাচে মাত্র ৬ রান করেই আউট হয়ে যান মহমুদ্দুলাহ। লিটন দাসের (২৪*) মাথায় আঘাত লাগায় সাজঘরে ফিরতে হয় তাঁকে। লিটনের বদলে (কনকাশন সাবস্টিটিউশন) ব্যাট করতে নামা মেহেদী হাসানও (৮) কাজের কাজ কিছু করতে পারেননি। বাংলাদেশের টপ অর্ডার যেখানে ব্যর্থ, সেখানে অনভিজ্ঞ টেল এন্ডাররাই বা দাঁড়ান কী করে? খেলা শুরু হওয়ার মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যে মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ইশান্তের পাঁচ উইকেটের পাশাপাশি তিন উইকেট উমেশ ও দুই উইকেট শামির।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here