নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ চব্বিশ পরগনা: হুগলি নদীতে চোখের সামনে ডুবে গেল বার্জ। মহেশতলার আক্রায় জাহাজের ধাক্কায় সম্পূর্ণ ডুবে গেল বার্জটি। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
বাংলাদেশি বার্জের সঙ্গে ধাক্কা লাগে এক জাহাজের। বন্দরের কাছে আসার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। বার্জটির নাম, ‘এমভি মমতাময়ী মা’। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার করা হয়েছে ১৩ জন শ্রমিককে। তবুও ডুবে যাওয়া থেকে শেষ অবধি রক্ষা করা গেল না বাংলাদেশের ওই বার্জকে।
বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরিরা নদীতে নদীতে তল্লাশি চালাচ্ছে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।