sports news bengali
Highlights

  • করোনা সংক্রমণ ঠেকাতে ১৫ এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই
  • এহেন পদক্ষেপে খুশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার
  • তাঁর মতে, এই পদক্ষেপ প্রমাণ করে যে বিসিসিআই স্রেফ টাকার পিছনে দৌড়ায় না

মহানগর ওয়েবডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে ১৫ এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুটি ওয়ানডে ম্যাচও বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের এহেন পদক্ষেপে খুশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। তাঁর মতে, এই পদক্ষেপ প্রমাণ করে যে বিসিসিআই স্রেফ টাকার পিছনে দৌড়ায় না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়া খুব দরকার ছিল। সকলের সুরক্ষা সবার আগে। এই সিদ্ধান্তটা শুধু ভারতীয় ক্রিকেট সমর্থকদের কথা চিন্তা করে নেওয়া হয়নি, ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার কথা ভাবা হয়েছে। আইপিএলে বিদেশি আম্পায়ার, টেকনিশিয়ান ও ক্যামেরাম্যানও আসেন।’

তিনি আরও বলেন, ‘আইপিএলের সময় প্রতি ম্যাচে ৩০ থেকে ৪০ হাজার লোক স্টেডিয়ামে আসে। এছাড়া স্টেডিয়ামের বাইরেও প্রচুর মানুষ থাকেন। এক্ষেত্রে সকলের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই মুহূর্তে মানুষের জীবনের থেকে দামী কিছু নয়। কারও যাতে সংক্রমণ না হয়, সেদিকে নজর দিতে হবে। এর জন্য খেলাধুলা বন্ধ থাকলেও ক্ষতি নেই।’

বারবার দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করার কথা উঠলেও সেটা নিয়ে খুব একটা খুশি নন লিটল মাস্টার। ‘কোনও মিউজিসিয়ান, শিল্পী বা অভিনেতা – কেউ কি দর্শকশূন্য অবস্থায় পারফর্ম করতে চাইবে। সেক্ষেত্রে ক্রিকেটাররাই বা কেন খেলবে ফাঁকা স্টেডিয়ামে। তার থেকে খেলা আপাতত বন্ধ থাকাই সমীচীন’, বলেন সুনীল গাভাস্কার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here