kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: প্রেম যে সবকিছুর উর্দ্ধে তা প্রমাণ হল আবারও৷ আবারও জিতে গেল ভালোবাসা৷ জাতপাতের উর্দ্ধে গিয়ে দৃষ্টান্তমূলক নির্দেশ দিল শীর্ষ আদালতের৷ মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়ে বিবাহ নিয়ে একটি মামলায় আদালত বলল, আগে ‘ভালো প্রেমিক হন’৷

ছত্তিশগড়ে মুসলিম ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে মানতে না পেরে রেগেমেগে বাবা ছুটেছিলেন সুপ্রিম কোর্টে৷ তাঁর অভিযোগ ছিল, মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করে অন্য কোনও ছক কষছে ওই ছেলে৷ তবে মেয়ের পরিবারের সেই দাবি শোনেনি সুপ্রিম কোর্ট৷ মূহুর্তের মধ্যে মামলা খারিজ করে দেয় আদালত৷ সঙ্গে মুসলিম ওই ছেলেকে পরামর্শ, ‘ভালো প্রেমিক হন, দায়িত্বশীল স্বামী হন’৷ তিনি আরও বলেন, ভিন্ন ধর্মে বা ভিন্ন জাতে বিয়ে করা কোনও অপরাধ নয়। যদি তা জোর করে না করা হয়। স্বাভাবিক ভাবে যে কোনও ধর্মের ছেলে মেয়ের মধ্যে বিয়ে হতেই পারে। শুধু আইনি প্রক্রিয়াগুলি মানলেই হল।

বিচারপতি অরুণ মিশ্র বলেন, কে কোন ধর্মের সেটা আদালতের দেখার বিষয় নয়৷ আদালত শুধু দেখবে মেয়েটির ভবিষ্যত সুরক্ষিত আছে কিনা৷ হিন্দু ওই মেয়েটিকে বিয়ে করার পর ছেলেটিও ধর্মান্তরিত হয়েছে৷ আদালতে তার সেই কাগজপত্রও জমা দেয় সে৷ অন্যদিকে মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে যুবককে হলফনামা দিতে বলে আদালত৷ সেই হলফনামা যে বৈধ তা জানান বিচারপতি৷ প্রায় দেড় বছর ধরে চলছিল এই মামলাটি৷ যাতে শেষ অবধি হার হল মেয়ের বাবার৷ আবারও জিতে গেল ভালোবাসা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here