নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ: ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট৷ তার আগেই মুর্শিদাবাদের বেলডাঙা থানার নওপুকুরিয়া এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকায় ব্যপক বোমাবাজি শুরু হয়। শনিবার সকালে নওপুকুরিয়া এলাকার মাঠের ধারে পুলিশ পৌঁছতেই বোমা ভর্তি তিনটি ব্যাগ রেখে দিয়ে পালায় দুষ্কৃতীরা। নির্বাচনের আগে বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷
উল্লেখ্য, শুক্রবারই বোমা বিস্ফোরণে প্রাণ যায় সিরাজ সেখ সেখ নামে বছর তেরোর এক বালকের৷ মুর্শিদাবাদের বহরমপুরের জমিদারি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে থাকত ওই বালক৷ এদিন সে বাড়ির থেকে দরকারে বাইরে বেরিয়েছিল৷ বাইরের রাস্তার সরু গলির ভেতর বোমা রাখা ছিল৷ হঠাৎই সেই বোমা ফেটে যায়৷ বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা৷ দগ্ধ অবস্থায় সিরাজকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর সেখানেই মারা যায় সিরাজ৷