ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের প্রার্থীকে লক্ষ করে গুলি বোমা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদহে। আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম অসীম বিশ্বাস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার হিংনারা এলাকায়।
সূত্রের খবর, হিংনারা পঞ্চায়েত এলাকার বল্লভপুর গ্রামের বাসিন্দা অসীম বিশ্বাস তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এবার নির্বাচনে অসীম বাবু হিংনারা পঞ্চায়েতের পুরুলিয়া গ্রামের ১৬ নম্বর অঞ্চলে তৃণমূলের হয়ে নমিনেশন জমা দিয়েছেন। অভিযোগ, সেই নমিনেশন জমা দেবার পর থেকেই তাকে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল কিছু সমাজ বিরোধী। রবিবার রাতে দলীয় কাজ শেষে অসীম বাবু যখন বাড়ী ফিরছিলেন, সেই সময় বাড়ীর সামনেই জনা কয়েক দুষ্কৃতী অসীম বাবুকে লক্ষ করে হামলা চালায়। প্রায় তিন রাউন্ড গুলি ও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তবে গুলি লক্ষ ভ্রষ্ঠ হওয়ায় কোনো ক্রমে প্রাণে বেঁচে যান অসীম বাবু। তৃণমূলের অভিযোগ, প্রার্থী পদ প্রত্যাহার না করার জন্যই তার ওপর এই হামলার ঘটনা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসীম বাবু। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।