নিজস্ব প্রতিবেদক, হুগলি: পঞ্চায়েত নির্বাচনে পূর্বে আগে থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলার সকল জেলা। এবার পঞ্চায়েত ভোটে প্রয়োজন হলে হিংসা ছড়ানোর নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুগলির একটি সভা থেকে এই ডাক দেন বিজেপি সভাপতি। বৃহস্পতিবার ওই বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও হাজির ছিলেন, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাষ্কর ভট্টাচার্য, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল ও রাজ্যের সহ সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য।
এদিন কোন্নগরে একটি প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী বৈঠকে দিলীপবাবু প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ”আপনারা বাড়িতে খেঁটো বাঁশ তৈরি রাখবেন। আমরা আক্রমণ করব না। কিন্তু আমাদের উপর আক্রমন হলে সেটা প্রতিহত করার অধিকার আমাদের আছে।’ রাজ্য সভাপতি আরও বলেন, আপনারা রামচন্দ্রের জন্মতিথি পালন করুন আর শ্রীকৃষ্ণকে অনুসরণ করুন। আমরা রাজনীতি করতে এসেছি। যেটা বাস্তব সেটাই মহাভারত। সেখানে শ্রীকৃষ্ণ মেরেছেন। আবার ক্ষমাও চেয়েছেন। সব সাফ করে দিয়ে চুপচাপ থেকেছেন।’
এদিন ওই বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ‘আপনারা ভোটে জিতে আসুন। প্রয়োজন হলে হিংসা করুন। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করুন। যেখানে হিংসার প্রয়োজন সেখানে হিংসা করুন। যেখানে মুখের কথায় কাজ হয় সেখানে মুখে কথা বলে ভোট করুন। যেভাবে পারেন ভোটে জিতুন। জিতলেই আপনী ভদ্রলোক হয়ে যাবেন। তখন আমরা বসে বসে ভালো ভালো কথা বলব।’