Parul

মহানগর ডেস্ক: প্র‍য়াত হয়েছেন কিংবদন্তি দিলীপ কুমার। বুধবার সকালে মিলেছে তার মৃত্যু সংবাদ। মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সভাপতি শোকের ছায়া দেশের সমস্ত মহলে।

ads

দিলীপ কুমারের স্মৃতিতে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শোকজ্ঞাপন করে বলেছেন, ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দিলীপ কুমার। বিভেদের সমস্ত বেড়াজাল ভেঙে তিনি জায়গা করে নিয়েছিলেন প্রত্যেক মানুষের হৃদয়ে। তাঁর প্রয়াণে সমাপ্ত হল এক অধ্যায়ের। দিলীপ সাবকে সর্বদা মনে রাখবে ভারত। তাঁর পরিবার এবং অগণিত প্রতি আমার সমবেদনা।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, ‘সিনেম্যাটিক লেজেন্ড হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন দিলীপ কুমারজি। ব্যক্তিগত নৈপুণ্যতায় তিনি ছিলেন অনন্য। বহু প্রজন্ম মনে রাখবে তাঁকে। আমাদের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ওঁনার পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি আমার সমবেদনা।’

ব্যথাতুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘চলচ্চিত্র জগতে ইন্দ্রপতনে আমি বিমর্ষ। কিংবদন্তি দিলীপ কুমার জি-র প্রয়াণ সংবাদে বেদনাহত। ওঁনার অনন্য অভিনয় দক্ষতা স্মরণ করবে প্রজন্মের পর প্রজন্ম সিনেমাপ্রজন্ম। সমবেদনা জানাচ্ছি সায়রা বানু, তাঁর পরিবার এবং অগুনতি ভক্তদের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here