kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের দু’মাস আগে বাম ব্রিগেডে গিয়েছিলেন তিনি। মঞ্চে উঠে সমর্থকদের উদ্দেশে জোরালো গলায় বক্তৃতা দেওয়ার ইচ্ছা থাকলেও শরীর সঙ্গ দেয়নি তাঁর। কিছু মূহুর্তের জন্য থেকেই চলে আসতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। পরবর্তী সময়ে হাসপাতালে বেশ সঙ্কটজনক অবস্থাতেই ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁর জেদের কাছে হার মানেন ডাক্তাররা। অবস্থায় সাময়িক উন্নতি হওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি যাওয়ার অনুমতি দেন তারা। শারীরিক অসুস্থতা গ্রাহ্য করেননি, আগে থেকেই ইচ্ছা ছিল বই লেখার। সেই ইচ্ছাপূরণ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই পুজোতেই তাঁর বই ‘স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা’ আসতে চলেছে।

জানা গিয়েছে, এনবিএ থেকে প্রকাশিত হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর বই ‘স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা।’ বইটির দাম ষাট টাকা। আজ, রবিবার থেকেই বইটি পাওয়া যাবে। যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের চিন সম্পর্কে বরাবর আগ্রহ ছিল, তাই এই বইটির বিষয়বস্তু ঘিরে রয়েছে আধুনিক চিনের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বদল কমিউনিজমই। ঠিক এক বছর আগে হিটলারের সময় জার্মানির কী অবস্থা ছিল, তা নিয়েও একটি বই প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here