santu mukherjee

মহানগর ওয়েবডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। আজ সন্ধ্যায় নিজের গলফগ্রিনের বাসভবনেই তাঁর মৃত্যু হয়। ১৯৭৫ সালে পরিচালক তপন সিনহার ‘রাজা’ ছবিতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ। এরপর থেকে মঞ্চ, সিনেমা এবং ছোট পর্দায় নিয়মিত কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে হারমোনিয়াম, মান অভিমান, গণদেবতা, দেবদাস, শেষ বিচার, বড় ভাই কলঙ্কিনী কঙ্কাবতী, সুইটহার্ট ইত্যাদি। বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁরই মেয়ে। সন্তুবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

গতকাল রাতেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সন্তু মুখার্জীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here