মহানগর ওয়েবডেস্ক: শুক্রবার রাজকোটে চোখ ছিল আপামোর বাঙালির৷ ৩০ বছর পর রঞ্জি জয়ের স্বপ্ন দেখছিলেন তাঁরা৷ বাংলা আর ঐতিহ্যের ট্রফির মধ্যে ৭২ রানের দূরত্ব ছিল৷ কিন্তু পারল না বাংলা৷ প্রথম সেশনেই চলে গেল চার উইকেট৷ ফাইনালের অন্তিম ও পঞ্চম দিনে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল৷ আর এর মধ্যে সবচেয়ে বিচিত্র আউটের সাক্ষী থাকলেন আকাশ দীপ৷
অনুষ্টুপ মজুমদার ফিরে যাওয়ার পর নয় নম্বরে ব্যাট করতে আসেন আকাশ৷ বিহারে বছর তেইশের ক্রিকেটার৷ মাত্র দু’বল ক্রিজে থেকে নিজেই উইকেটটা উপহার দিয়ে এলেন আকাশ৷ সৌরাষ্ট্রের ক্যাপ্টেন জয়দেব উনাদকাটের অফ-স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারিতে বিট করেন আকাশ৷ বল চলে যায় উইকেটকিপার অভি বারোতের হাতে৷ আকাশের পা ক্রিজের বাইরে দেখতে পেয়েই তিনি সরাসরি উইকেট লক্ষ্য করে বল ছোড়েন৷ কিন্তু উইকেটের বাইরে দিয়ে বল চলে যায়৷
Presence of mind ✅
Direct hit ✅
Wicket ✅Watch how Saurashtra skipper Jaydev Unadkat ran out Akash Deep in the @paytm #RanjiTrophy 2019-20 #Final.
Video 👉 https://t.co/gLr4p6rzzB#SAUvBEN pic.twitter.com/tXKiGZPLPz
— BCCI Domestic (@BCCIdomestic) March 13, 2020
সেই বল তুলে নন উনাদকাট৷ তিনি খানিকক্ষণ ভেবেই বল ফের ছোড়েন উইকেট লক্ষ্য করে৷ এবার স্টাম্প ছিটকে যায়৷ ঘটনাচক্রে এই পুরো অ্যাকশনটা যখন চলছিল ততক্ষণ পর্যন্ত আকাশ অদ্ভূত ভাবে ক্রিজের বাইরেই ছিলেন৷ তিনি বুঝতেই পারেননি যে, তাঁর পা ক্রিজের মধ্যে নেই৷ সৌরাষ্ট্র আউটের আবেদন জানায় সঙ্গে সঙ্গে, টিভি আম্পায়ার রিপ্লে দেখেই আউটের সিদ্ধান্ত জানিয়ে দেয়৷