kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ঘাতক আরএসএস প্রধান মোহন ভাগবতের কনভয়ের একটি গাড়ি৷ বুধবার তাঁর কনভয়ের একটি গাড়ি ধাক্কা মারে বাইককে৷ সেই বাইকে সওয়ার ছিল এক ৬ বছরের বালক৷ দুর্ঘটনায় সে নিহত৷ রাজস্থানের তিজারা থেকে ভাগবত ফিরছিলেন৷ তখনই দুর্ঘটনা ঘটে৷ হারসোলির মুন্দাওয়ার রোডে ২টি গাড়ির সংঘর্ষ ঘটে৷

বাইকটি স্থানীয় সরপঞ্চ ছেকরাম যাদবের৷ এই দুর্ঘটনায় সরপঞ্চ গুরুতর আহত হয়েছেন৷ তিনি স্থানীয় হাসপাতালে ভর্তি৷ তাঁর নাতি সচিন পথের বলি৷ ভাগবতের কনভয়ের গাড়ি বাইককে ধাক্কা মারায় ভালোরকম অস্বস্তিতে পরেছেন তিনি৷ তাঁর কনভয়ের গাড়ির ধাক্কায় এক বালকের মৃত্যু হল৷

ভাগবত রাজস্থানে ৩ দিনের বার্ষিক সম্মেলনে গিয়েছিলেন৷ লোকসভা ভোটের পর এই প্রথম এত বড় সম্মলনে ৩৫ আরএসএস অনুমোদিত সংগঠনের ২০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন৷ কয়েক দিন আগে আর একবার মোহন ভাগবতের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে৷ তখন এক সিআইএসএফ অফিসার আহত হন৷ চন্দ্রপুর-নাগপুর হাইওয়ে ধরে যাওয়ার সময় পরপর গাড়িগুলোর মধ্য থেকে হঠাত্ উল্টে যায় একটি এসইউভি৷ জানা যায়, রাস্তার মাঝখানে এসে পড়া একটি গরুকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here