kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, খড়গপুর: বিজেপির প্রচারে গিয়ে লোকহাসির পাত্র হলেন ভারতী ঘোষ। অতি উত্সাহি বিজেপির কর্মীরা ভারতী ঘোষকে বরণ করতে গিয়ে স্লোগান দিল, ‘ভারতী ঘোষ তোমায় জানাই লাল লাল লাল সেলাম।’ তাছাড়াও ছিল ‘জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতী ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ।’ পুরোপুরি বামপন্থী স্লোগানের সুর ভেসে উঠেছিল বৃহস্পতিবার বিকেলে ঘাটাল লোকসভার পিংলাতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রচারের সময়।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভার মুন্ডুমারিতে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। যার নেতৃত্বে ছিলেন দীর্ঘকালের পুরানো বাম মহিলা নেত্রী তথা বর্তামানের বিজেপির ঘাটাল জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য। সেখানেই বেশ কয়েকটি স্থানে ভারতী ঘোষকে সংবর্ধনা দেওয়ার সময় অনভ্যস্ত বেশ কিছু পুরনো বাম কর্মীরা, যারা বর্তমানে বিজেপিতে, তারা ভারতীর সমর্থনে স্লোগান দেওয়ার চেষ্টা করেন। তারা প্রায়শই স্লোগান দিচ্ছিলেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতী ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ।’ এরই মাঝে শুরু হয়ে যায়, ‘ভারতী ঘোষ তোমায় জানাই লাল লাল লাল সেলাম।’ সংবাদ মাধ্যমের সামনে খানিকটা অস্বস্তিতে পড়ে অন্তরা ভট্টাচার্যই তাদের থামিয়ে দেন।

 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আসলে এরা সবাই পুরনো বামকর্মী, পরে বিজেপিতে এসেছে। ৩৪ বছরের পুরানো অভ্যাস, এখনও যায়নি।’ এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘বামেরাই যে বিজেপি সেকথা আরও কিভাবে প্রমান দেব। পুরানো লাল জামা খুলেই তারাই গেরুয়া হয়েছেন, কিন্তু ভেতরটাতো একেবারে লুকোতে পারছেন না। তাই এমন ঘটনা ঘটছে।’ তবে এদিন পুরো বিকেল থেকে ভারতী ঘোষ পিংলা বিধানসভা এলাকাতে নিজের প্রচার করেছেন বাড়ি বাড়ি ঘুরে। শুনেছেন স্থানীয় মন্ত্রী সৌমেন মহাপাত্র ও বিদায়ী সাংসদ দেব এর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here