ডেস্ক: অবশেষে এই রাজ্যে সগৌরবে মুক্তি পেতে চলেছে ‘ভবিষ্যতের ভূত’, এমনটাই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত৷ শুক্রবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জট কাটল ভবিষ্যতের ভূতের৷ এমনকি শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য এবং স্বরাষ্ট্রসচিবকে উপযুক্ত ব্যবস্থাও নিতে বলা হয়৷ পাশাপাশি সিনেমা চলাকালিন প্রেক্ষাগৃহে পর্যাপ্ত নিরাপত্তা রাখারও নির্দেশ দেওয়া হয়৷
এদিন ছবির প্রযোজক গোষ্ঠীর আইনজীবী জানান, সেন্সরের ছাড়পত্র থাকা সত্ত্বেও মুক্তির দিন হঠাৎই পুলিশ এসে জোর করে সিনেমাটি প্রদর্শন বন্ধ করা হয় এবং তারপর রাতারাতি সিনেমা হলগুলি থেকে ভবিষ্যতের ভূত নামিয়ে নেওয়া হয়৷ এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেও আদালতকে জানানো হয়৷
প্রসঙ্গত, এই রাজ্যে ‘ভবিষ্যতের ভূত’ মুক্তি না পেলেও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রিলিজ হয়েছে সিনেমাটি৷ এমনকি চলতি মাসে আমেরিকাতেও মুক্তি পাওয়ার কথা৷ সূত্রের খবর, আমেরিকার ৯ টি শহরে রিলিজ হবে সিনেমাটি৷ তবে দীর্ঘ সংঘর্ষের পর শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনীক দত্ত, তা কিন্তু এক কথায় বলাই যায়৷