Home Featured পরীক্ষামূলক উৎক্ষেপণের আগেই ভেঙে পড়ল ভারতীয় মিসাইল

পরীক্ষামূলক উৎক্ষেপণের আগেই ভেঙে পড়ল ভারতীয় মিসাইল

0
পরীক্ষামূলক উৎক্ষেপণের আগেই ভেঙে পড়ল ভারতীয় মিসাইল
Parul

মহানগর ডেস্ক: পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল ব্রহ্মস মিসাইলের। কিন্তু উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল এই মিসাইল। ভারতের তৈরি এই অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইলটির পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনা সে অর্থে কখনোই শোনা যায়নি।  

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর থেকে জানা গিয়েছে, এই ব্রহ্মস মিসাইলের একটি নতুন সংস্করণ তৈরি করা হয় এবং সোমবার ওড়িশার উপকূল থেকে তার  পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারা এই অস্ত্রটির পরীক্ষা করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। কিন্তু ইঞ্জিন বা প্রপালসন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণেই সেদিন ব্যর্থ হয় এই ক্ষেপণাস্ত্র। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে মিসাইলটি। ফলে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে বিফল হয় ক্ষেপণাস্ত্রটি। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার জন্য ডিআরডিও এবং ব্রহ্মস এরোস্পেস যৌথভাবে তদন্ত করবে।’

         প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ব্রহ্মস অত্যন্ত সক্ষম এবং ভরসা করার মতো একটি অস্ত্র। ফলে এই বিরল ঘটনায় কোনোরকম প্রশ্ন তোলা যুক্তি- যুক্ত হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here