ডেস্ক: বেশ অনেকদূর এগিয়ে গেছে ‘ভূমিকন্যা’ ধারাবাহিকের গল্প। অঙ্কুশের সঙ্গে ঘর বেঁধেছে তরিতা। ঘরে-বাইরে হাজারো সমস্যা দানা বাঁধছে প্রতিদিন। ভীতু নয় তরিতা। যে কোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে সে। শুধু ভয় একটাই- অঙ্কুশকে হারিয়ে ফেলার। আর সেই ভয়টাই বারবার উস্কে দেয় চন্দ্রভানু। নানাভাবে ব্ল্যাকমেল করতে থাকে তরিতাকে। বিপাকে ফেলে প্রতিনিয়ত। এবার এক কঠিন পরিস্থিতির মুখোমুখি তরিতা। অঙ্কুশের মরণ বাঁচনের প্রশ্ন এসেছে সামনে। কী করবে এবার তরিতা? অঙ্কুশকে বাঁচাতে সে কি এবার তবে আত্মবলিদান করবে? আর অঙ্কুশ? সে ভুল বুঝবে না তো তার প্রানপ্রিয়া তরিতাকে? জানতে হলে চোখ রাখতে ভুলবেন না আগামিকালের পর্বে। ‘ভূমিকন্যা’ দেখুন রাত ৯ টায়।