ডেস্ক: মারাঠিতে শুরু হয়ে গেছে বিগ বস। এবারে তামিলে শুরু হবে এই জনপ্রিয় রিয়্যালিটি শো। তবে হিন্দিও পিছিয়ে নেই। ইতিমধ্যেই বিগ বস সিজন ১২ এর জন্য প্রস্তুতি নিচ্ছে চ্যানেল কর্ত্বপক্ষ। শোনা যাচ্ছে যে এই সিজনে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আনছেন নির্মাতারা। এবারের প্রতিযোগীদের হতে হবে কাপল। সেই চ্যালেঞ্জ নিয়ে আসছে বিগ বস। খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে যাবে। কিন্তু সঞ্চালনা কে করবে। সূত্রের খবর, এবারে সলমান খানের সাথে বিগ বসের সঞ্চালনা করতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে। যেহেতু এবারের কাপল নিয়ে চ্যালেঞ্জ তাই শোয়ের নির্মাতার ঠিক করেছেন এই বিখ্যাত জুটিকে রিল লাইফ নয় টেলিভিশনের পর্দায় আনতে। এই জুটি অনেক হিট সিনেমা দিয়েছে ।
তাঁদের বিজ্ঞাপন করতেও দেখা গেছে একসাথে কিন্তু টিভিতে একসাথে কোনদিন আসেননি তাঁরা। এমনিতেই সলমান খানের দৌলতে বিগ বসের টিআরপি রেটিং বিশ্বের মধ্যে সেরা স্থানে রয়েছে। কিন্তু সেখানে ক্যাটরিন কাইফের সাথে জুটি বাঁধা মানে মাইলস্টোন আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের অনুমান। এর আগে সিজন পাঁচ-এ সঞ্জয় দত্তের সাথে স্টেজ শেয়ার করেছিলেন সলমান। এবারে নতুন সংযোজন হতে চলেছে ক্যাটরিনার। আপাতত সলমান ব্যস্ত তাঁর আগামী সিনেমা রেস থ্রির শুটিং নিয়ে। তারপর সলমান ব্যস্ত হয়ে পরবেন তাঁর আগামী রিয়্যালিটি শো দশ কা দাম নিয়ে। এটা তাঁর পুরানো ফ্র্যাঞ্চাইজি। প্রমো শ্যুট হয়ে গেছে এবারে ফ্লোরে যাওয়ার কথা। তবে যদি সলমান-ক্যাটরিনা এক হলে টেলিভিশন শো হাউসফুল হতে বাধ্য বলে মনে করছেন অনেকে।