ডেস্ক: বেপরোয়া বাইকের ধাক্কায় আহত হলেন তিন সাইকেল আরোহী। আহত তিন বাইক চালকও৷ ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার নাজিরপুরের কাছে ইসলামপুর-বহরমপুর রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ ডোমকল থেকে তিন বাইক আরোহী ইসলামপুরের দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইকের গতি যথেষ্ট বেশি ছিল এবং আরোহীরা প্রত্যেকেই হেলমেটবিহীন অবস্থায় ছিল৷ হঠাৎ তিনটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিন সাইকেল আরোহীকে ধাক্কা মারে৷ স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ প্রাথমিক চিকিৎসার পর আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা ঋত্বিক পাল (২০) নামে এক বাইক আরোহীকে কলকাতা স্থানান্তরিত করে৷ কলকাতা আনার পথে মৃত্যু হয় তাঁর৷ প্রশ্ন উঠছে, সরকারি বিজ্ঞাপন দিয়ে সমস্তরকমের সচেতনতা সত্ত্বেও বেপরোয়া বাইকের বলি আর কত জন হবে? হেলমেট পরার অভ্যেস কবে আয়ত্তে আসবে?