নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: আজ কলকাতায় বিজেপি নেতা বিপ্লব মিত্র তৃণমূলে যোগদান করলেন। এই খবর চাউর হতেই তৃণমূল কর্মীরা হঠাৎ আবার অ্যাকটিভ মোডেl বিভিন্ন সূত্র মারফত বেশ কিছুদিন হল লোকমুখে শোনা যাচ্ছিল বিজেপি নেতা বিপ্লব মিত্র পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেনl যদিও এ ব্যাপারে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষকে প্রশ্ন করা হলে তিনি এসব গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেনl গত পরশু থেকে সোশ্যাল মিডিয়াতে আবারও জল্পনা শুরু হয় বিপ্লব মিত্রের তৃণমূলে যোগদান নিয়েl
সামাজিক মাধ্যমে ও তৃণমূলের কিছু নেতৃত্বের মুখে এবিষয়ে কনফার্মেশান মেলে যে বিপ্লববাবু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন কলকাতায় এবং তিনি জেলায় ফিরে আসবার পর তার অনুগামী যে সব তৃণমূল নেতা-কর্মীরা রাগ ও অভিমানে অন্য দলে গিয়েছিলেন বা রাজনৈতিক সন্ন্যাস নিয়েছিলেন তারাও পুনরায় নতুন উদ্যমে তৃণমূলে ফিরতে চলেছেনl গতকাল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সোমেন মিত্র পরলোকগমন করায় এই যোগদান প্রক্রিয়া কাল স্থগিত করা হয়েছিল। আজ সেই দীর্ঘসূত্রিতার অবসান হল বিপ্লববাবু ও তার ভাই প্রশান্ত মিত্রের তৃণমূল কংগ্রেসে যোগদানের মাধ্যমে।
এই যোগদানের খবরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিপ্লব মিত্র শিবিরের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়l ফেসবুক জুড়ে অনেকেই এখন বিপ্লব মিত্রের সঙ্গে তাদের পুরোনো ছবি পোস্ট করে বা প্রোফাইল পিকচার বানিয়ে নিজেদের বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ লোক বলে দেখাতে ব্যস্তl আবার কিছু দিন আগে থেকেই ‘আমাদের গুরু বিপ্লব মিত্র’ বা ‘গুরু যেখানে, আমরা সেখানে’- এমন কিছু পেজ তৈরি করে বিপ্লববাবুর গুণগান গাওয়ার কাজও চলছেl
গতকাল থেকে দক্ষিণ দিনাজপুরের অনেক বসে যাওয়া তৃণমূল কর্মী ও নেতা বিপ্লববাবুকে স্বাগত জানাতে প্রচুর ফ্লেক্স তৈরিতে যেমন ব্যস্ত ছিলেন, তেমনই অনেক বন্ধ থাকা ক্লাব ঘরেও ধোয়ামোছা শুরু হয়েছেl অনেকে আতশবাজি ও পটকা কিনে রেখেছে বিপ্লববাবুকে স্বাগত জানাতেl যোগদানের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই জেলা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়l