ডেস্ক :বয়স কোনদিনও সাফল্যকে লুকোতে পারে না।কিছু মানুষ আছেন নিজের কাজের মাধ্যমেই সেটা প্রমাণ করে দেন। সেই দলে আছেন পরিচালক অভিজ্ঞান মুখার্জী । টলিউডের কনিষ্ঠতম পরিচালক হলেও নিজের প্রতিভার জোরে নিজেকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই জানুয়ারী মাসেই তাঁর জন্মদিন ছিল গত ১৬ জানুয়ারী কিন্তু ব্যস্ততার কারণে সেটা পিছিয়ে গিয়ে ২১ জানুয়ারী সেলিব্রেশন হয়।ছিল একঝাঁক তারকার সমাবেশ। কে কে ছিল দেখে নেওয়া যাক।
ছবি-নীলাদ্রি শঙ্কর রায়”