kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর: বিজেপির প্রচারের জন্য যে দেওয়ালে প্রার্থীর নাম সহ পদ্মফুল আঁকা হয়েছিল সেই দেওয়ালই রাতারাতি কেউ বা কারা মুছে দিল। শুধু তাই নয়, বিজেপির দেওয়াল লিখনের ওপর সাদা রঙের পোচ মেরে তাতে টিএমসিও লিখে দিয়ে গেল কেউ বা কারা। তবে ঘটনার জেরে অভিযোগের তির কিন্তু শাসক দলের বিরুদ্ধেই গিয়েছে। ঘটনার জন্য বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আঙুল তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বীজপুরের স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঁচরাপাড়া পুরসভা এলাকায় বিজেপির অন্তত ১২টি দেওয়াল লিখন মুছে দিয়ে সেই দেওয়াল সাদা রঙ করে দেওয়ালে টিএমসি লিখে রেখেছে। শুক্রবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা এই দৃশ্য দেখে বিষয়টি বীজপুর থানার পুলিশকে জানায়। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ দায়ের করে। স্থানীয় বিজেপি নেতা সন্তোষ রায় জানান, ‘বীজপুরের তৃণমূল বিধায়ক তথা স্থানীয় কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রাংশু রায়ের ওয়ার্ডে অর্জুন সিংয়ের নামাঙ্কিত দেওয়াল লিখনগুলো মুছে দেওয়া হয়েছে। তৃণমূল কর্মীরা ভয় পেয়ে এসব করছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা প্রস্তুত আছেন। তারা এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি বিজেপকে উপহার দিতে চলেছে। অনেক বেশী ভোটের ব্যবধানে এবার দীনেশ ত্রিবেদী অর্জুন সিংয়ের কাছে হারবে।’

 

এদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দেওয়াল দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য বিজেপি প্রচারের আলোয় আসতে এসব করছে। বিষয়টি প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘ওরা এরকম ভাবে সব জায়গাতেই দেওয়াল চুরি করছে। তবে এগুলো আমি খুব একটা গুরুত্ব দিতে চাইনা। অর্জুন সিং মানুষের মনে রয়েছে।’ গোটা ঘটনার তদন্তে নেমেছে বীজপুর থানার পুলিশ। এই ঘটনায় কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here