ডেস্ক: রামনবমীর প্রাক্কালেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ হানলেন এক বিজেপি নেত্রী। ঘটনাটি শনিবারের হলেও তা প্রচারে আসে রবিবার সকালে। জানা গিয়েছে বাঁকুড়া জেলার অন্দা থানার রতনপুর গ্রামে শনিবার বিকালে বিজেপির এক জনসভায় গেরুয়া বাহিনীর নেত্রী রাজকুমারী কুশারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কংগ্রেসের পেটের বাচ্চা’ বলে আক্রমণ শানেন। তার বক্তব্য,’ “দিদি কংগ্রেসের পেটের বাচ্চা। এক সময় কংগ্রেসকে তিনি তরমুজ আর সিপিএমের দালাল বলে গাল পেড়ে তৃণমূল গড়েছিলেন। তারপর তো বিজেপির কোলেই বড় হয়েছে তৃণমূল। সেই দিদি মুখ্যমন্ত্রী হয়ে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলছেন। গতবছর রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল দেখে উনি ভয় পেয়েছেন। তাই ভোট বৈতরণি পার করতে এখন রামনবমী আর রামকে আঁকড়ে ধরছে দিদির দল। তবে এসব করে কিছু লাভ হবে না, আমরাও তৈরি আছি। পঞ্চায়েতে যদি ওরা বোমা মারে আমরা নিশ্চয়ই রসগোল্লা ছুঁড়ব না।’
রাজকুমারী কুশারীর এই বিতর্কীত বক্তব্য ঘিরেই ক্ষোভ দেখা দিয়েছে। যদিও রাজ্য বিজেপির তরফে এখনো পর্যন্ত তা নিয়ে মুখ খোলা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীকে কটূক্তির জেরে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের তরফে রাজকুমারী কুশারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতী নেওয়া হচ্ছে। কুশারীর এই মন্থব্য ঘিরে ক্ষোভ যে শুধু জোড়াফুল শিবিরে ছড়িয়েছে এমনটা নয়। প্রকাশ্যে না বললেও জানা গিয়েছে বিজেপির জেলা ও রাজ্য স্তরের নেতানেত্রীদের মধ্যেও বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে আদতে তার দিকেই সহানুভূতির হাওয়া তুলে দেওয়া হল।