news national

মহানগর ওয়েবডেস্ক: করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরেই গুজরাট। আবার দেশের অন্যতম ড্রাই স্টেটও গুজরাট। কিন্তু দুটি জিনিসকেই বুড়ো আঙুল দেখালেন বিজেপির তরুণ নেতা। করোনা ভয় উপেক্ষা করেই প্রকাশ্য দিবালোকে যেমন বন্ধুবান্ধব নিয়ে উদযাপন করলেন জন্মদিন, তেমনই সেই ‘পার্টি’তে ছুটল মদের ফোয়ারা!

ওই বিজেপি নেতার নাম কানওয়ান প্যাটেল। তিনি গুজরাট বিজেপির মহিসাগর জেলার পার্টি কনভেনর। ইতিমধ্যেই তার জন্মদিন পালনের ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, কানওয়াল একটি গাড়ির ওপর কেক রেখে তা তরোয়াল দিয়ে কাটছেন। আর তার বন্ধুরা সেই সময় তাকে ভিজিয়ে দিচ্ছেন শ্যাম্পেনে। প্রকাশ্য রাস্তাতেই চলে সেলিব্রেশন।

ভিডিয়োতে দেখা মিলেছে মহিসাগর বিজেপির জেলা সভাপতি যোগেন্দ্র মেহরারও। ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বিজেপিকে বিঁধেছে কংগ্রেস। গুজরাট কংগ্রেস সভাপতি অমিত ছাবরা বলেন, ‘গুজরাট একটা ড্রাই স্টেট। তা সত্ত্বেও বিজেপির একজন কনভেনর আর অন্যান্য কর্মীরা প্রকাশ্য রাস্তায় মদের পার্টি করছেন। এটা করে করোনার নিয়মবিধিও ভেঙেছেন তিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here