ডেস্ক: লজেন্সের বায়না করে না পেলে বাচ্চারা যেমনভাবে কাঁদে, ভোটের টিকিট না পেয়ে ঠিক তেমনভাবেই চোখের জল-নাকের জলে এক করে ফেললেন বিজেপির প্রাক্তন বিধায়ক৷
সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন৷ ৮ এপ্রিল প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি৷ লেই তালিকায় সাশিল জি নামোসি নামে ওই বিজেপি নেতার নাম ছিল না। ১৬ এপ্রিল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়। সেখানেও ৮২ জন প্রার্থীর মধ্যে নিজের নাম না থাকায় ভেঙে পড়েন তিনি। এরপর বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর জন্য সাংবাদিক বৈঠক ডাকেন তিনি৷ তবে সুর চড়ানোর আগেই সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, কথা বলতে বলতে আবেগ চেপে রাখতে না পেরে মুখ ঢেকে হাউহাউ করে কেঁদে ফেললেন কর্ণাটকের কালবুর্গি তথা গুলবর্গার প্রাক্তন এই ডেপুটি মেয়র৷ ভিডিওটি প্রকাশ হওয়ায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়৷ ২০১৩ সালে গুলবর্গা দক্ষিণ কেন্দ্র থেকে জনতা দলের (সেকুলার) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। সেই কেন্দ্র থেকে এবারও দাঁড়াবেন বলে ঠিক করেছিলেন। ১২ বছর তিনি বিধানসভার পরিষদের সদস্য ছিলেন।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও…
“