kolkata news

 

নিজস্ব প্রতিনিধি: বাইরে থেকে এনে জড়ো করা হয়েছে দুষ্কৃতীদের। অশান্তি পাকানোর জন্য মজুত করা হয়েছে বোমা ও বন্দুক। এই অভিযোগ তুলে ধুন্ধুমার কাণ্ড ঘটে নদিয়ার কল্যাণীর গয়েশপুরে। গয়েশপুরের বিজেপি বুথ সভাপতি পিন্টু হাজরার বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালাল তৃণমূল কর্মী-সমর্থকরা। লাঠিসোটা নিয়ে যথেষ্ট ভাঙচুর চালানো হয় তার বাড়িতে। বড় বড় ইট-পাথর ছুড়ে গুঁড়িয়ে দেওয়া হয় আসবেস্টসের চাল।

এদিকে, গয়েশপুর ১৫ নম্বর ওয়ার্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ তিনি তর্কে জড়িয়ে পড়েন কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে। শান্তনু বলেছেন, এলাকায় গণ্ডগোলের খবর শুনে সেখানে আসেন তিনি। অথচ তার বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছে তৃণমূল। সবকিছু দেখেও নীরব পুলিশ। পুলিশ প্রকাশ্যে তৃণমূলের হয়ে প্রক্সি দিচ্ছে।

শান্তনুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ তিনি বহিরাগত দুষ্কৃতীদের এনে এখানে অশান্তি ছড়াচ্ছেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে গেলে ঘটনাস্থলে আসে বিশাল কেন্দ্রীয় বাহিনী৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here