ডেস্ক: শুক্রবার ভোররাতে বেআইনি বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হল ৫ ব্যক্তির, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ ভোর ৫টা নাগাদ নালন্দার জালালপুরের এই বেআইনি কারখানায় আচমকাই মারাত্মক বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ ব্যক্তির।
আহতদের তৎপরতার সঙ্গে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ২৫ জনের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয় এর প্রকোপে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকার্যে হাত লাগায় পুলিশ। এরপরই এসে উপস্থিত হন নালন্দার ডিএম ও পুলিশ সুপার। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন।