kolkata news

 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: করোনা আতঙ্কের জেরে অন্ত্যেষ্টিতে সমস্যা দেখা দিতে পারে,  সেই আশঙ্কায় ক্যানসার রোগে মৃত মহিলার দেহ না নিয়েই চলে গেল পরিবারের লোকজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত মহিলার ভাই ঘনশ্যাম পণ্ডিত অভিযোগ করেছেন যে, করোনা আশঙ্কায় গ্রামের শ্মশানে মৃতদেহ সৎকার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে গ্রামের মোড়লরা। এমনকী, মেদিনীপুরের পদ্মাবতী শ্মশানেও দাহ করা যাবে না বলে জানানো হয়েছে। তাই তারা মৃতদেহ না নিয়েই বাড়ি চলে গিয়েছেন।

ক্যানসার আক্রান্ত মৃত মহিলার নাম প্রতিমা মুখোপাধ্যায়(৩১)। বাড়ি বেলদা থানার উত্তর বাসুটিয়া গ্রামে। তার বিয়ে হয়েছিল ডায়মন্ড হারবারে। তার স্বামী আগেই মারা গিয়েছেন। প্রায় বছর দেড়েক আগে তার রেক্টাম ক্যানসার ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরবর্তীকালে তাকে গ্রামের বাড়িতে নিয়ে চলে আসেন বাপের বাড়ির লোকজন। সেখান থেকেই তার চিকিৎসা চলছিল।

লকডাউন চলতে থাকায় শারিরিক সমস্যা হওয়ায় তাকে তিনদিন আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি মারা যান। তারপরই করোনা আতঙ্কে দাহ নিয়ে সমস্যা দেখা দেওয়ায় পরিবারের লোকজন মৃতদেহ হাসপাতাল থেকে না নিয়েই বাড়ি চলে যান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের কেউ একবারের জন্যও দাহ নিয়ে কোনও সমস্যার কথা জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here