নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মানসিক অবসাদে শুক্রবার রাতে হাওড়ার বালি ব্রিজের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। রাতে তাকে উদ্ধারের বহু চেষ্টা হলেও সম্ভব হয়নি। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় গোলাবাড়ির লবণগোলা ঘাট থেকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে।
বালির এএন পাল লেনের বাসিন্দা শর্মিলা গুপ্ত (৩৮) নামের ওই মহিলা শুক্রবার গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতে তাকে উদ্ধার করা যায়নি। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত। পরিজনরা পুলিশকে জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। শুক্রবার দুপুরে তাঁকে আমহার্স্ট স্ট্রিটে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন তাঁর দেওর।
বিকেলে বাড়ি ফিরে ঘরেই ছিলেন ওই মহিলা। তারপরেই তিনি বেরিয়ে সোজা ব্রিজে চলে যান। গঙ্গায় ঝাঁপ দেন। শনিবার সকালে উদ্ধার হয় দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে, ওই মহিলা কেন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন।