ডেস্ক: আবারও রাধিকা আপ্তে বিস্ফোরন ঘটালেন। বেশ কয়েকদিন আগেই এক জনপ্রিয় টক শোতে তিনি জানিয়েছিলেন তাকে এক তামিল অভিনেতার দুর্ব্যবহারের কথা। তারপর তাঁর সাথে কি আচরন করে সেটাও তিনি জানিয়েছিলেন। রাধিকা সপাটে চড়ও মারেন। ওই একই শোতে গিয়ে আবারও তিনি বিস্ফোরন ঘটালেন। এবারে অকপটে তিনি স্বীকার করে নিলেন। তাঁকে নাকি পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর ‘ডেভ ডি’ সিনেমার জন্য অডিশন দিতে গিয়ে ফোন সেক্স করতে বাধ্য করা হয়েছিল। এটাই নাকি তাঁর ডেবিউ সিনেমা হত বলে জানা গিয়েছে। এই সিনেমায় অভিনয় করার জন্য অডিশনে গিয়ে তাঁকে ফোন সেক্স করতে বলা হয়। সেটা তিনি করেও ছিলেন কারন তাঁর ইচ্ছাই ছিল বলিউড পা রাখা।
এই প্রসঙ্গে রাধিকা বলেন ‘তখন আমি পুনেতে থাকি। অডিশন দিয়ে বেড়িয়ে বাড়িতে বসে আছি। পনিটেল বেঁধে টাইমপাস করতে বসে বসে ললিপপ খাচ্ছিলাম। আচমকা ইউনিট থেকে ফোন আসে। আমাকে ফোন সেক্স করতে বলা হয়। তখন আমার একমাত্র লক্ষ্য হিন্দি ছবির দুনিয়ায় পা রাখা। তাই শেষ পর্যন্ত রাজি হয়ে যাই এবং ফোন সেক্স ব্যাপারটা বেশ এনজয় করি। কিন্তু এত কিছুর পর-ও ওই ছবিতে আমি চান্স পায়নি। আমার জায়গায় আসেন মাহী গিল। সঙ্গে কালকি কোয়েচলিন।’ এই কথা বলার পর আবার নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে আছেন তিনি। অভিনয় নিয়ে কোন সমালোচনা হতে দেন না কিন্তু তাঁর সোজাসাপ্টা কথা বলা পছন্দ। তাই মাঝে মাঝে ট্রোলা হন তিনি। সেটা অভিনয় সেটের অভিজ্ঞতা হোক বা সমুদ্রের ধারে সুইম স্যুট পরে বসার সমালোচনা আবার ‘মিটু’ ক্যাম্পেইন সবেতেই তিনি এগিয়ে থাকেন।