Home Featured প্রয়াত দিলীপ কুমার, বুধবার সকালেই ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস

প্রয়াত দিলীপ কুমার, বুধবার সকালেই ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস

0
প্রয়াত দিলীপ কুমার, বুধবার সকালেই ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস
Parul

মহানগর ডেস্ক: বুধবার সকালেই মন ভারী করে দেওয়ার মতো খবর। প্রয়াত হলেন দিলীপ কুমার। এদিন সকাল সড়ে ৭ টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে।

দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন বলিউডের এই কিংবদন্তি। চিকিৎসা চলছিল মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে। গত ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে গত কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না শরীর। শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অন্তিম শয্যায় দিলীপ কুমারের পাশে ছিলেন তাঁর স্ত্রী সায়ারা বানু।

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘সিনেম্যাটিক লেজেন্ড হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন দিলীপ কুমারজি। ব্যক্তিগত নৈপুণ্যতায় তিনি ছিলেন অনন্য। বহু প্রজন্ম মনে রাখবে তাঁকে। আমাদের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ওঁনার পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি আমার সমবেদনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here