Home Featured ১০ দিন ধরে থামছেই না হেঁচকি! হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

১০ দিন ধরে থামছেই না হেঁচকি! হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

0
১০ দিন ধরে থামছেই না হেঁচকি! হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
Parul

মহানগর ডেস্ক: গত ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকির চোটে বিপাকে ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। ক্রমাগত হেঁচকি না থামায় হাসপাতালে ভর্তি হলো সাম্বার দেশের রাষ্ট্রপ্রধানকে। বর্তমানে তিনি সাও পাওলো হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে তাঁর পাচন প্রণালীতে কোনো বাধার সৃষ্টি হয়েছে। যার কারণে ক্রমাগত হেঁচকি তুলছেন তিনি। এই কারণে খুব শীঘ্রই অপারেশন হতে পারে তাঁর।

ব্রাজিলের প্রেসিডেন্টের টুইটার হ্যান্ডেল থেকে বলসোনারোর একটি ছবি টুইট করা হয়। তাতে ক্যাপশন ছিল, ‘আমরা শীঘ্রই ফিরে আসছি। ব্রাজিল আমাদের’। উল্লেখ্য ৬৬ বছরের রাষ্ট্রপতি ২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় আততায়ীর ছুরির আঘাতে জখম হন। সেই আঘাত থেকেই তাঁর ক্ষুদ্রান্তে কোনো সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here