মহানগর ওয়েবডেস্ক: আজকের দিনে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ তা কিছু ঘটনা দেখলে বোঝা যায়। ছোটদের পাশাপাশি বড়দেরও শিক্ষার প্রয়োজন আছে বলে মনে করেন বোমান ইরানি। অভিনেতা বলেন, ‘আমার মনে হয়, যুবসমাজকে শিক্ষার গুরুত্ব বুঝতে হবে এবং বয়স্কদেরও জানতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সময় পালটে যায়, অভিজ্ঞতা বাড়ে কিন্তু তারা কোনও কিছুই শিখে উঠতে পারেননি। শিক্ষাটা তারা হারিয়ে ফেলেছেন। আমরা প্রত্যেকেই ছোটবেলায় অনেক কিছু শিখেছি কিন্তু কোনওটাই ধরে রাখতে পারিনি।’
অভিনেতা বলেন, ‘আমদের বয়স যখন তিন বা সাড়ে তিন ছিল আমাদের বাব-মা স্কুলে ভর্তি করতেন এবং সেই সময় থেকে স্কুলে যাওয়া শুরু করেছিলাম। আমরা অনেক শিক্ষিত হয়েছি, স্কুলেই সবকিছু ফেলে এসেছি। আজকে, আমি যা শিখেছি বা শিখে আসতে পেরেছি সবকিছুই আমি আমার নাতিকে জানাতে চাই এবং শিক্ষার গুরুত্ব কতখানি তা বোঝানো দরকার। যখন আমার নাতি জন্মগ্রহণ করে, তখন সবাই আমরা তার মাকে ধন্যবাদ জানালাম। আমরা খুশি হলাম। তাকে কোলে নিয়ে অনেক মজা করেছিলাম। এরপর আমার বউমা বলল, ‘আগামীকাল তুমি যাবে এবং রেজিস্টার করাবে।’ আমি বললাম, ‘হ্যাঁ একদম তার বার্ড সার্টিফিকেট তো দরকার।’ তখন সে আমায় বলে, ‘না, তার স্কুলে অ্যাডমিশননের জন্য।’
বোমান বললেন, ‘সেদিন আমি বুঝলাম একজন বাচ্চার জন্মগ্রহণের পর তার বাবা-মার দায়িত্ব বেড়ে যায় সঙ্গে চিন্তাও হতে থাকে। আজকালের দিনে বাবা-মা চিন্তাভাবনা করেন বাচ্চা যদি ৯৮% নম্বর না পায় তাহলে কী হবে। এই চিন্তাভাবনা আজ শেষ করে দিচ্ছা সমাজকে। কতটা খারাপ তা কেউ বুঝতে পারছে না। তোমার বাচ্চাদের ভবিষ্যত শুধু নম্বরের ওপর নির্ভর করবে তা হতে পারে না। ভাল শিক্ষাও খুব জরুরী।’