kolkata news

 

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের এক মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির সামনে রাস্তায় বুধবার রাত আটটা নাগাদ এই বোমাবাজির ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে সেখানে আচমকা বোমাবাজি করে পালিয়ে যায়। একটি বোমা বিকট শব্দ করে ফাটে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভরসন্ধ্যায় রাজ্যের এই হাইপ্রোফাইল মন্ত্রীর বাড়ির সামনে এমন বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই বোমাবাজির সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। এদিন যখন মন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় এই বোমাবাজির ঘটনা ঘটে, তখন মন্ত্রী ইন্দ্রনীল সেন বাড়িতে ছিলেন না। তিনি চন্দননগরে ছিলেন। সেখান থেকে ফেরার সময় তিনি জানতে পারেন এই বোমাবাজির ঘটনা।

দ্রুত পুলিশ সেখানে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কারা এই বোমাবাজির সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ওই দুষ্কৃতীদের সন্ধান করার চেষ্টা করছে। কসবার এই এলাকা বরাবরই শান্ত বলে জানিয়েছেন এলাকাবাসী। সেখানে রাজ্যের এই প্রভাবশালী মন্ত্রীর বাড়ির সামনে এমন বোমাবাজির ঘটনায় এবার তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। গোটা বিষয়টি নিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here