ডেস্ক: নিজের স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর পর গভীর শোকে চলে যান স্বামী বনি কাপুর। নিজে যেন বিশ্বাস করতেই পারছিলেন না সত্যটা। ২২ বছরের বিবাহ জীবনে হঠাৎ তাল কাটাল। এম নিতেই শ্রীদেবীর অকাল প্রয়ানে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। নিজেদের পরিবারের লোকজন আঙুল তুলতে থাকে। শ্রীদেবীর বোন থেকে শুরু করে তাঁর মামা সকলেই বিস্ফোরক উক্তি করতে থাকেন একে একে। এমনকি বোনি কাপুরকে হুমকিও দেন তাঁরা। কিন্তু এইসব ঘটনা এখন অতীত।
বনি কাপুর চোখের জলে বিদায় দিয়েছেন নিজের স্ত্রীয়ের অস্থিও। এবারে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পালা। কয়েকদিন আগেই বনি কাপুর জানিয়েছিলেন শ্রীদেবীকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে চান তিনি। সূত্রের খবর, শ্রীদেবীকে নিয়ে ডকুমেন্টারি ফিচার সিনেমা বানাতে চান পরিচালক-প্রযোজক বনি কাপুর। সেই মতো গতকাল সিনেমার টাইটেল রেজিস্টার করিয়েছেন তিনি। আপাতত তিনটি নামে রেজিস্ট্রেশন করিয়েছেন বলে এক হিন্দি দৈনিক সূত্রে জানা গিয়েছে। সেগুলি হল শ্রী,শ্রীদেবী,শ্রীম্যাম। কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি বনি কাপুর। কেই বা এই চরিত্রে অভিনয় করবেন তাও ঠিক হয়নি এখনও। তাঁর মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কিন্তু এইভাবে নিজের শেষ শ্রদ্ধা টুকু নিবেদন করতে চান বনি কাপুর।