kolkata bengali news

ডেস্ক: কয়েক মাস আগের ঘটনা, লাল পতাকা দেখে সিপিএম-এর পদযাত্রায় ঢুকে পড়েছিল ষাঁড়৷ একাধিক সিপিএম কর্মীকে বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়েছিল। কিন্তু তৃণমূলের প্রচার মিছিলে সেরকম কোনও বিষয় না থাকলেও ঢুকে পড়ল ষাঁড়৷ ভোটের প্রচার করতে বেরিয়ে ষাঁড়ের গুঁতো খেয়ে হাসপাতালে ভর্তি করা হল সাত তৃণমূল কর্মীকে৷

মঙ্গলবার সকালে তারকেশ্বরের পদ্মপুকুরে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের প্রচার মিছিল ছিল। ভিড় ছিল চোখে পড়ার মতো৷ এর মধ্যেই কয়েকটি ষাড় মারামারি করতে করতে ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷ জীবন বাঁচাতে অনেকেই দৌড়তে শুরু করেন৷ তবে রক্ষা পাননি৷

সাতজন তৃণমূল কর্মী ষাঁড়ের গুঁতো খেয়ে হাসপাতালে ভর্তি৷ আহত তৃণমূল কর্মীরা বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ কর্মীদের দেখতে যান হাসপাতালে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার প্রসঙ্গত, কয়েক মাস আগে শিলিগুড়িতে মুকুল রায়ের মিছিলেও ষাঁড় হামলা করে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ওই সময়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here