ডেস্ক: গত কয়েকদিন ধরেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে নাজেহাল শহরবাসী। তবে বৃষ্টির হাত থেকে কিন্তু এখনি রেহাই পাচ্ছে না কলকাতাবাসী। শহরে ফের বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টায় শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও। এদিকে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হূগলীতে ভারি বৃষ্টিপাত হতে পারে। অবশ্য জুলাইয়ের শেষের দিক থেকে শুরু করে অগস্টের প্রথম সপ্তাহে ভারি বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু মাসের মাঝামাঝি দিক থেকেই বৃষ্টির পরিমাণ কমেছে। তবে পুরোপুরি না কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই। এদিকে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।