ডেস্ক: লোকসভায় এদিন পেশ হয়ে গেল অন্তর্বর্তী বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অনুপস্থিতিতে এদিন বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পিযূষ গোয়েল। কেন্দ্রের বাজেটে এদিন আয় কর ছাড় সহ কৃষক দরদী নীতিও গ্রহণ করতে দেখা যায় কেন্দ্রীয় সরকারকে। একই সঙ্গে পেশ করা হয় রেল সম্বন্ধিত বাজেটও। তবে এদিনের রেল বাজেট কিছুটা হলেও মন খারাপের কারণ হবে কলকাতাবাসীদের জন্য। কারণ প্রস্তাবিত মেট্রোর বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।
একনজরে দেখে কী কী ছিল এদিনের রেল বাজেটে…
বাজেটে রেলের জন্য বাড়তি বরাদ্দ করা হয়েছে ৬৪.৫ হাজার কোটি টাকা।
গত বাজেটে এই অঙ্ক ছিল ৫৫,০৮৮ কোটি টাকা।
গত ২০১৭ সালে রেলের পিছনে কেন্দ্রের বরাদ্দ ছিল প্রায় ৪১,৮১৩ কোটি টাকা এবং ২০১৬-১৭ সালে বরাদ্দ করা হয় ৪৫,২৩১ কোটি টাকা।
তবে এদিন কলকাতা মেট্রো রেলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।
এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাদ্দ কমিয়ে ১১০০ কোটি থেকে ৯০৫ কোটি করে দেওয়া হয়েছে।
বিমানবন্দর গড়িয়া রুটের মেট্রোর ক্ষেত্রেও ১০ কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। ৩৫৫ থেকে কমিয়ে ৩৪৫ কোটি টাকা করা হয়েছে এই প্রকল্পের বাজেট।
তবে বরাদ্দ বেড়েছে জোকা-বি বি ডি বাগ প্রকল্পে। একই সঙ্গে ভেন্টিলেশন সিস্টেমকে জোরদার করার জন্য বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি সাঁতরাগাছি ও শালিমার স্টেশন তৈরির জন্য ৩০ কোটি বরাদ্দ করা হয়েছে।