মহানগর ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’৷ সাগরদ্বীপে ঘন্টায় ১৩৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় সাংবাদিক বৈঠক করে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা৷ বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে ‘বুলবুল’৷ ক্রমশ গতি বাড়িয়ে তা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে৷
সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানান, আজ সন্ধে ৬ টার পর ক্রমশ গতি বাড়াবে ‘বুলবুল’৷ সাগরদ্বীপে ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ‘বুলবুল’৷ তিনি আরও জানান, ক্রমশ গতি বাড়িয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়৷ কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় অঝোরে বৃষ্টি হবে৷ এদিকে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদস্থানে৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ যেখানে থেকে গোটা পরিস্থিতি ওপর নজর রাখবেন খোদ মুখ্যমন্ত্রী৷ কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩-২২১৪৩৫২৬৷ এদিকে ইতিমধ্যেই বালিগঞ্জে ঝড়ে গাছ ভেঙে তার তলায় চাপা পড়ে মৃ্ত্যু হয়েছে এক তরুণীর৷
সমুদ্র উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। তার সঙ্গে এক নাগাড়ে বৃষ্টি। তার মধ্যেই কড়া নজর রেখেছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। কাউকে সমুদ্রের ধারে যেতে দেওয়া হচ্ছে না৷ ঘূর্ণিঝড়ের অবস্থান এবং গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। ঘণ্টায় ঘণ্টায় সেই আপডেট তাঁরা নবান্নকে জানাচ্ছেন। সেই অনুযায়ী জেলার আধিকারিকদের বার্তা পাঠাচ্ছেন নবান্নের কর্তারা। প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।