bus
বাসভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ঘোষণা করেছে বাসমালিক সংগঠনগুলি।
bus
বাসভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ঘোষণা করেছে বাসমালিক সংগঠনগুলি।

মহানগর ডেস্ক: লকডাউনে বেড়েছে লোকসান। অন্যদিকে লাগামছাড়া ভাবে বৃদ্ধি হচ্ছে তেলের দাম। বারবার সরকারের কাছে ভাড়া বৃদ্ধির আবেদন করলেও মেলেনি সুরাহা। বাধ্য হয়ে এবার আন্দোলনের পথে নামতে চলেছেন বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্যে ২৮ থেকে ৩০ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে চলেছে বাস-মিনিবাস সংগঠনগুলি।

বাস-মিনিবাস সংগঠনগুলির দাবি, ‘যে হারে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে বর্তমান ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। লকডাউনের আগে থেকে আজ পর্যন্ত ডিজেলের দাম বেড়েই চলেছে। এদিকে এখনও যাত্রী সংখ্যা কম। এরফলে লাভ তো দূর অস্ত, বাস চালানোর খরচটুকুও ঠিক ভাবে উঠছে না।’

তাঁদের অভিযোগ, রাজ্য সরকারকে একাধিকবার অনুনয়-বিনয় করেও করেও সুরাহা মেলেনি। তাই এবার বাধ্য হয়েই ধর্মঘটের পথে হাঁটতে হচ্ছে বলে জানিয়েছেন বাস-মিনিবাস সংগঠনগুলি। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাস ও মিনি বাস রুট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। তাঁদের অভিযোগ, বারবার আবেদনের পরেও রাজ্য সরকার তাঁদের প্রতি উদাসীন। তাই এবার বৃহত্তর সিদ্ধান্তে নামতে চলেছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here