নিজস্ব প্রতিবেদক, বিষ্ণুপুর: পুজোর কাউন্টডাউন প্রায় শেষ। তার আগেই বিষ্ণুপুরবাসীদের পুজোর উপহার তুলে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মন্দির নগরী বিষ্ণুপুরে নব্য নির্মিত বাস স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী। যদিও এই পরিকল্পনার কথা দু বছর আগেই ঘোষণা করা হয়। ২০১৬ সালে বিষ্ণুপুর শহরের পর্যটনকে এক অন্যমাত্রায় পৌঁছে দিতে ও এলাকার মানুষের কথা ভেবে উন্নতমানের বাস টারমিনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই পরিকল্পনা ও ঘোষণার বাস্তব রূপ প্রকাশ পেল শনিবার নতুন বাস স্ট্যান্ড উদ্বোধনের মধ্য দিয়ে। এদিন একঝাঁক রাজনৈতিক ও জেলার বিশিষ্ট ব্যাক্তিত্বদের নিয়ে বিষ্ণুপুরে নতুন এই বাস টার্মিনাসের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এদিন মন্ত্রী জানান, এই বাস স্ট্যান্ডের মধ্যে থাকছে বিশ্রামাগার, টিকিট বুকিং কাউন্টার, রাত্রি নিবাস করার ব্যবস্থা, পানীয় জল,, সেফটি ম্যানেজমেন্টের অত্যাধুনিক ব্যবস্থা।
এই বাস স্ট্যান্ড দেশের প্রথম বাস স্ট্যান্ড যেখানে থাকছে মাতৃদুগ্ধ কক্ষ বলেন মন্ত্রী। বাঁকুড়া জেলা নতুন ২০টি রুটে আগামী এক মাসের মধ্যে ৩০ টি নতুন বাস চালু করা হবে ঘোষণা করেন মন্ত্রী। জেলায় সোনামুখি, মুকুটমনিপুর, রানিবাধ, রাইপুরে বাস ডিপো তরি করার কথাও ছিল মন্ত্রীর ঘোষণার তালিকায়। পরিবহন ব্যবস্থা উন্নতি করতে আরও নানান কর্মসূচি রয়েছে বলেও জানালেন পরিবহন মন্ত্রী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্টমন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের সাংসদ সোমিত্র খাঁ, ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ বিধায়ক ও অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ২০১৬ সালে বিষ্ণুপুর শহরে পর্যটন ও এলাকার মানুষের কথা ভেবে উন্নত মানের ব্যাস টারমিনাস করার কথা ঘোষণা করেছিলেন।