নিজস্ব প্রতিবেদক, সিউড়ি: দোকানের ভেতরে ব্যবসায়ীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়ি থানা এলাকায়। দ্বন্দ্বে মৃত ব্যবসায়ীর পরিবার। বুধবার বীরভূমের সিউড়ি শহরের মৎস্য ভবন সংলগ্ন ফুটপাতের একটি দোকানে ওই ব্যবসায়ী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক সিউড়ির লালকুঠি এলাকার বাসিন্দা কুড়ি বছরের উজ্জ্বল শেখ মঙ্গলবার রাতে দোকানেই ঘুমোচ্ছিল। মৃতের বাবা কিস্মত শেখ জানান, পুজোর সময় দোকানে প্রচুর মালপত্র মজুত থাকায় দোকানেই ঘুমোচ্ছিল ছেলে। এরপর ফুটপাতে তাদের কাপড়ের দোকান থেকে গামছা জড়ানো ছেলের দেহ ঝুলতে দেখে তাকে খবর দেওয়া হয়। কিন্ত কিভাবে এই মৃত্যু কিছুই বুঝে উঠতে পারছেনা মৃতের পরিবারের কেউই। দ্বন্দ্বে রয়েছে উজ্জ্বল শেখের বাবা কিস্মত শেখ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কারণে খুন খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।