kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর:  টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি ও মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে টিটাগড় এম.জি.রোড এলাকায়।
ব্যবসায়ী ভরতজী সাহের অভিযোগ, ওই এলাকারই কিছু সমাজবিরোধী যুবক তাদের কাছ থেকে সবসময় টাকা চাইত৷ না দিলেই বাড়িতে হামলা চালিয়ে খুনের হুমকি দেওয়া হতো তাদের৷ বৃহস্পতিবারও এইভাবে বেশ কয়েকবার তাদের বাড়িতে হামলা চালায় ওই যুবকরা৷ সিসিটিভিতে ধরা পরেছে সেই ছবি৷ ওই ইমারতি দ্রব্যের ব্যবসায়ী খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন।

গোটা ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি শিবিরের বিরুদ্ধে৷ টিটাগড়ের পুরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেন, অভিযুক্তরা সকলেই বিজেপি শিবিরের কর্মী-সমর্থক৷ অভিযুক্ত বিকাশ সিং তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তথা অর্জুন অনুগামী৷ সেই তার দলবল নিয়ে এই হামলা চালিয়েছে, অভিযোগে জানান প্রশান্তবাবু৷ তার বিরুদ্ধে জুলুমবাজির একাধিক অভিযোগ রয়েছে৷ তাদেরকে বারে বারে বাধা দেওয়া সত্ত্বেও তারা ব্যবসায়ী পরিবারের ওপর টাকা চেয়ে হামলা চালায়৷ তারাই বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এমনটাই জানান পুরপ্রধান৷ দলের সঙ্গে বিকাশ সিং-এর কোনও সম্পর্ক নেই, কারণ তৃণমূলের কেউই এই ধরণের ঘৃন্য কাজ করেনা, সাফ জানিয়ে দেন তিনি৷ পুলিশকে পুরো বিষয়টি বিশদে জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি৷

 

প্রসঙ্গত, ভাটপাড়ার দুঁদে বিধায়ক অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় দখল করে গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ ওঠে অর্জুন অনুগামীদের বিরুদ্ধে৷ যদিও পরে শাসকদল তা উদ্ধার করে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here