sanjay bengali news

মহানগর ওয়েবডেস্ক:  নাগরিক সংশোধনী বিল (ক্যাব) ২০১৯ বিলকে সাম্প্রদায়িক বললেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত৷ তাঁর কথায়, আমরা জানতে চাই এই বিল কি রাজনৈতিক কারণে নিয়ে আসা হচ্ছে? বিলের ফলে ফের দেশে হিন্দু- মুসলিম বিভেদ সৃষ্টি করবে নতুনভাবে? তা যদি হয় তাহলে শিবসেনা রাজ্যসভায় এই বিল সমর্থন করবে না বলে স্পষ্ট জানান৷ মহারাষ্ট্রে উদ্ধবের দল দীর্ঘদিনের সঙ্গী বিজেপিকে ছেড়ে কংগ্রেস ও এনসিপির হাত ধরে সরকার গঠন করেছে৷ তবে তাদের কট্টর হিন্দুত্ব  অবস্থানের জন্য ক্যাব বিল নিয়ে সংসদে ভোটাভুটিতে বেশ বিপাকে পড়েছে৷

হিন্দুত্ব ও মুসলিম বিদ্ধেষ শিবসেনার ভিত্তি৷ তাদের পরিচিতি৷ ক্যাব নিয়ে দলের আইডেনটিটি নিয়ে সমস্যা তৈরি হয়েছে৷ একেবারে বীপরিত আদর্শের দুটি দলের সঙ্গে জোট করে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে বালা সাহেব ঠাকরের দল৷ উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হয়েছেন৷ এবার লোকসভায় শিবসেনা ক্যাবের সমর্থনে ভোট দিয়েছে৷ এই ঘটনায় সোনিয়া গন্ধী , রাহুল গান্ধীরা প্রচণ্ড ক্ষেপে গেছেন৷ এমনকী কংগ্রেস সরকার থেকে সমর্থন তোলারও ইঙ্গিত দিয়েছে ৷ এরপরেই নিজেদের অবস্থান পুরো বদলাতে তৎপর হয়ে উঠেছে সেনা শিবির৷

বুধবার সংসদের সামনে সাংবাদিকদের শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত স্পষ্ট জানান, লোকসভাতে যা হয়েছে তা এখন ইতিহাস৷ রাজ্যসভার শিবসেনা সাংসদ এমনটাই বললেন বুধবার৷ তিনি সাফ জানান, লোকসভার সাংসদদের সঙ্গে রাজ্যসভার শিবসেনা সাংসদদের কোনও সম্পর্ক নেই৷ এখানে এদিন অন্য শিবসেনাকে দেখা যাবে বলে জানান তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here