ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বেনজির ফলাফল। বিএ পার্ট ওয়ান পরীক্ষার ফলাফল বেরনোর পর দেখা যায়, অকৃতকার্য হয়েছে ৫০ শতাংশেরও বেশি পড়ুয়া। যার ফলে রীতিমতো গম্ভীর প্রশ্ন উঠে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের নয়া পরীক্ষা পদ্ধতি নিয়ে৷
প্রসঙ্গত, আজই প্রকাশিত হয় বিএ, বিএসসি প্রথম বর্ষের অনার্স, জেনারেল ও মেজর–এর রেজাল্ট৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে এবছর মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪০ হাজার৷ এই পরিমাণ পড়ুয়ারা পরীক্ষা দিলেও অনার্স ও জেনারেলে পাসের হার মাত্র ৪৩ শতাংশ। কলা বিভাগে জেনারেলে পাসের হার মাত্র ২০ শতাংশ৷
অর্থাৎ ৫৭ শতাংশ পড়ুয়ারা ফেল করেছেন৷ আশানরূপ নয় বিএসসি পার্ট ওয়ানের ফলের অবস্থাও তথইবচ। সেখানে মোট পাসের হার মাত্র ৭১ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালের সবচেয়ে খারাপ ফল এটিই। এরপরও নতুন পদ্ধতিতে পরীক্ষা চালু রাখা হবে কি না সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।