is leader bengali news

Highlights

  • ১৩৫ কিলোর ইসলামিক স্টেট জঙ্গি ধৃত
  • মোটা হওয়ায় গাড়ি নয়, ট্রাকে করে জেলে নিতে হল এই জঙ্গিকে
  • এই জঙ্গিকে বহুদিন ধরে খুঁজছিল বাহিনী

মহানগর ওয়েবডেস্ক:  সাদা হাতি বললে একেবারেই অত্যুক্তি করা হবে না৷ একেবারে দৈতাকার ইসলামিক স্টেট জঙ্গি(আইএসআইএস) নেতা৷ ১৩৫ কিলোর এই বিশালদেহীকে গাড়িতে নিতে পারল না৷ অবশেষে তাকে ট্রাকে বেঁধে কয়েদখানায় নিয়ে যেতে হল৷ এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে৷ এই নিয়ে নেটদুনিয়া জুড়ে চলছে সরস মন্তব্য৷ একজন নেটিজেন তার ছবির পাশে সাদা শুয়োরের ছবি দিয়েছেন৷ তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, হত্যা, ধর্মীয় নিপীড়ন ইত্যাদি নানা অভিযোগ আছে৷ দীর্ঘদিন ধরে তার খোঁজে তল্লাশি চলছিল৷

শিফা-অল-নিমা ইরাকের মসুলে আইএস জঙ্গিদের অন্যতম চাঁই। আইএস এর একাধিক মডিউলের নেতৃত্ব দিয়েছে শিফা। বহুদিন ধরেই ইরাকের সোয়াত নিরাপত্তা বাহিনী খোঁজ করছিল শিফার। সেই অভিযানের শেষে ধরাও পড়ে যায় সে। তবে বিপদ ঘটে শিফাকে বন্দি করার পর গাড়িতে তুলতে। মসুল থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় শিফাকে। তবে তাকে গাড়িতে তুলতেই ঘটে যায় বিপদ। ১৩০ কেজি ওজের শিফাকে বাগে এনেও কিছুতেই প্রিজন ভ্যানে আঁটাতে পারেনি সোয়াত টিম। এমন কুখ্যাত জঙ্গি হাতের সামনে থেকেও তাকে তরিঘড়ি জেলবন্দি করতে সমস্যায় পড়ে সোয়াত।

শিফাকে বাগে আনতে রীতিমতো গলদ ঘর্ম হয়েছে সোয়াত বাহিনী। তারপর তাকে ট্রাকে তুলে বাঁধতে একেবারে নাজেহাল বাহিনী৷ এর আগে, একাধিক বিতর্কিত বিষয়ে মুখ খুলে আইএস জঙ্গিদের মধ্যে ক্রমাগত নজর কাড়তে থাকে শিফা। ধর্ষণে উস্কানি থেকে ধর্মীয় কারণে দাসত্বের প্রচার করা শিফা এর আগে বহু বিতর্কের কেন্দ্রে ছিল। ইরাকে একাধিক মৌলবী খুন ও বুদ্ধিজীবীদের হত্যার নেপথ্যে শিফা ছিল বলে জানা যায়৷ ধীরে ধীরে সিরিয়া, ইরাক থেকে আফগানিস্তানের দিকে সরে যাচ্ছে আইএস জঙ্গিরা। এমনই মত বিভিন্ন বিশেষজ্ঞের। একই কথা ভারতে এসে বলেছেন ইরানের বিদেশমন্ত্রী জাফেরিও৷ আর আইএস জঙ্গিদের এমন স্থানান্তর এশিয়া ও ইরান, ইরাকের পক্ষে। এমনই দাবি বহু বিশেষজ্ঞের। ব্রিটিশ সমাজকর্মী মজিদ নওয়াজ সাফ জানান, আজ আইএসাইএসদের জন্য খারাপ, বিশ্বের জন্য ভালো দিন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here