kolkata bengali news

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত রবিবারের পর আজ বৃহস্পতিবার ফের রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে চিঠি পাঠাল সিবিআই। সূত্রের খবর, এই চিঠিতেও রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বর্তমানে ঠিক কোন ফোন নম্বরে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা যাবে, সেই বিষয়েও রাজ্যের পুলিশ প্রধানের কাছে জানতে চেয়েছে সিবিআই। আজ সকালেই ই-মেল মারফত রাজ্য পুলিশের ডিজির কাছে এই চিঠি পাঠিয়েছে সিবিআই। যদিও এই চিঠির জবাব এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে সিবিআই সূত্রে।

রাজ্যের গোয়েন্দা প্রধান তথা এডিজি সিআইডি রাজীব কুমারকে পাকড়াও করতে রীতিমতো আটঘাট বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত সপ্তাহ থেকে লাগাতার খোঁজ করেও কোনও রকম হদিশ মেলেনি রাজীব কুমারের। তাঁর খোঁজে একাধিক স্থানে তল্লাশি অভিযানও চালিয়েছে সিবিআই। এরপরেও রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাধ্য হয়েই গত রবিবার নবান্নে যায় সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। সেই বারই প্রথম রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চায় সিবিআই। পাশাপাশি জানতে চাওয়া হয়, তিনি কবে থেকে কবে পর্যন্ত ছুটিতে আছেন এবং ঠিক কী কারণে ছুটি নিয়েছেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য। যদিও এই চিঠির প্রত্যুত্তরে রাজ্য পুলিশের ডিজি জানান, রাজীব কুমারের বর্তমান অবস্থান জানা নেই তাঁদেরও। তাই সিবিআইয়ের প্রশ্নসহ চিঠিটি রাজকুমারের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও তারপর আর কোনও দ্বিতীয় জবাব মেলেনি রাজ্যের তরফে। এর পরেই আজ বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের ডিজিকে দ্বিতীয় চিঠি পাঠায় সিবিআই। রাজ্যের পুলিশ প্রধানকে ইমেল মারফত পাঠানো ওই চিঠিতে রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে ফের জানতে চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে এই দ্বিতীয় চিঠিতে জানতে চাওয়া হয়েছে ঠিক কোন ফোন নম্বরে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

সিবিআই সূত্রের খবর, গত শুক্রবার তাঁর গ্রেফতারির উপর থেকে সমস্ত রকম রক্ষাকবচ তুলে নিয়ে, তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশ কলকাতা হাইকোর্ট দেওয়ার পর থেকেই, তার ফোনটি সুইচড অফ করে রাখা হয়েছে। তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর করলে জানা যায়, ছুটিতে রয়েছেন রাজীব কুমার। গত শুক্রবার থেকে লাগাতার তাঁকে ফোনে ধরার চেষ্টা করলেও বন্ধই থেকে গিয়েছে রাজীব কুমারের মোবাইল নম্বরটি। তাঁকে না পেয়ে রাজীব কুমারের দেহরক্ষীর ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও বন্ধ পাওয়া যায় তাঁর ফোনটিও। সিবিআই সূত্রে খবর, সেই কারণেই রাজ্যের উপর চাপ বাড়াতে ডিজির কাছে তাঁর ফোন নম্বর জানতে চেয়ে চিঠিটি পাঠিয়েছে সিবিআই। তবে এখনও পর্যন্ত নবান্নের তরফে ওই চিঠির উত্তর দেওয়া হয়নি সিবিআইকে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতেও নারাজ নবান্নের কর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here