kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ২৬ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের৷ প্রাক্তন অর্থমন্ত্রীকে ৫ দিনের হেফাজত দিল সিবিআই আদালত৷

শেষরক্ষা হয়নি৷ গ্রেফতারির হাত থেকে বাঁচতে পারেননি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ আইএনএক্স মিডিয়াকাণ্ডে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই৷ তবে আর পাঁচটা গ্রেফতারির মত ছিল না এই ঘটনা৷ বুধবার রাতে চিদম্বরের বাড়ির পাঁচিল টপকে নাটকীয়ভাবে তাঁকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই৷ বৃহস্পতিবার তাকে পেশ করা হয় সিবিআই আদালতে৷ প্রায় দেড় ঘন্টা ধরে চলে সওয়াল জবাব৷ সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে চিদম্বরমকে ৫ দিনের হেফাজত দিল সিবিআই আদালত৷ আদালত জানিয়েছে, আধঘন্টার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন তিনি৷ পাশাপাশি ৪৮ ঘন্টার অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷

মঙ্গলবার সারাদিন গায়েব ছিলেন পি চিদাম্বরম৷ বুধবার সন্ধ্যেতে কংগ্রেসের সদর দফতরে আবির্ভাব হয় তাঁর৷ বসেন সাংবাদিক বৈঠকে৷ জানান তিনি নির্দোষ৷ তাঁর ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে৷ ২০১৭ সালের মে মাসে সিবিআই একটি এফআইআর দায়ের করে। তাতে অভিযোগ ছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড অর্থ্যাত এফআইপিবি ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার ফান্ড পাওয়ার জন্য আইএনএক্স গোষ্ঠীকে যে ছাড়পত্র দিয়েছিল তাতে বেনিয়ম করা হয়েছে। সে সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম৷ ২০১৮ সালে ইডিও একটি অর্থ দুর্নীতির একটি মামলা দায়ের করে৷ এরপরই চিদাম্বরমকে ডেকে পাঠায় সিবিআই৷ অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়া সংক্রান্ত একাধিক দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় তাঁর৷

চলতি বছর ১১ জুলাই শিনা বোরা হত্যা মামলায়র অভিযুক্ত তথা আইএনএক্স মিডিয়ার কর্ণধার ইন্দ্রাণী মুখোপাধ্যায় রাজসাক্ষী হন। এরপরই ফের উঠে আসে চিদাম্বরমের নাম৷ তাকে গ্রেফতার করা হতে পারে সেই আঁচ পেয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন পি চিদাম্বরম৷ তবে হাইকোর্ট তা খারিজ করে দেয়৷ এরপরই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানি আবেদন জানায় চিদাম্বরমের আইনজীবী৷ তবে সেই আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত৷ বুধবার সন্ধেতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা চিদাম্বরম৷ এরপরই তাঁর বাসভবনে ঢুকে তাকে গ্রেফতার করে সিবিআই৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here