ডেস্ক: দ্বাদশ শ্রেণির পর মঙ্গলবার প্রকাশিত হল সিবিএসইর দশম শ্রেণির ফলাফল। এদিন নির্ধারিত সময়েরর আগেই ফলাফল ঘোষণা করে দেয় কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ। ২০১৮ সালের এই পরীক্ষায় উত্তীর্ণ হন মোট ৮৬.৭ শতাংশ পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণির মতোই দশম শ্রেণির পরীক্ষার ফল বেরনোর পর দেখা যায় এতে বাজিমাত করেছে ছাত্রীরা। পরীক্ষায় ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে ৮৮.৬৭ শতাংশ, ছাত্রদের শতকরা পাশের হার ৮৫.৩২ শতাংশ।
দ্বাদশের মতোই দশম শ্রেণিতেও প্রথম স্থানাধিকারিকদের প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। কিন্তু এদিন একযোগে ৪ জন প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থান পেয়েছে গুরুগ্রামের প্রখর মিত্তল। তাঁর সঙ্গেও বিজনৌরের আরপি পাবলিক স্কুলের রিমঝিম অগ্রবাল, শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং কোচির ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি।
প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল বিকেল ৪টের সময় প্রকাশিত হবে সিবিএসইর ফলাফল। কিন্তু তার আগেই এদিন প্রকাশ করে দেওয়া হয়। পরিক্ষার্থীরা cbse.nic.in, cbseresults.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজেদের ফলাফল জানতে পারবেন।