মহানগর ওয়েবডেস্ক: যাদবপুরকাণ্ডে বিতর্ক উস্কে ফের উপাচার্যকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ সোজাসুজি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে ‘মেরুদণ্ডহীন’ বললেন বাবুল সুপ্রিয়৷ বাবুলের এহেন মন্তব্যে ফের উস্কে দিল বিতর্ক৷
প্রায় এক সপ্তাহ হতে চলল যাদবপুরকাণ্ড৷ মোটের ওপর সবটাই থিতিয়ে পড়লেও ফের সেই বিতর্কে চাগিয়ে তুললেন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷
মঙ্গলবার রাতে আসানসোল পৌঁছানোমাত্রই বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরেন সাংবাদিকরা। একের পর এক প্রশ্ন করা হয় তাঁকে৷ যাদবপুরের উপাচার্যকে নিয়ে প্রশ্ন করতেই ফের বেফাঁস মন্তব্য করে বসেন তিনি৷ পার্থ চট্টোপাধ্যায় সুরঞ্জন দাসকে হাসপাতালে দেখতে গেলে বিছানা ছেড়ে উঠে বসেন তিনি৷ এপ্রসঙ্গে বাবুল বলেন, ‘উনি রাজ্যের একটি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত উপাচার্য। তাই হুজুরকে দেখে উঠে দাঁড়িয়েছেন। তিনি খুব শিক্ষিত হলেও মেরুদণ্ড একেবারেই শূন্য। আত্মসম্মান নেই।’ প্রসঙ্গে বাবুল আরও বলেন, আমি তো আগেই ওনাকে বলেছিলাম, পার্থবাবু বিশ্ববিদ্যালয়ে এলে তো আপনি গেটে দাঁড়িয়ে থাকেন। তো আমার সময়ে এমন অবস্থা কেন? উনি আমাকে জানাতে পারতেন যে ক্যাম্পাসে এমন ধুন্ধুমার হলেও, তিনি পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দেবেন না। আমি তো ওখানে রাজনীতি করতে যাইনি।
গত বৃহস্পতিবার যাদবপুরে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র যাওয়া নিয়ে ধুন্ধুমার তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে৷ পড়ুয়াদের একাংশ ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বাবুলের পথ আটকায়৷ অভিযোগ, এসএফআইয়ের পড়ুয়াদের হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে৷ পরে পাল্টা হামলা চালায় এবিভিপিও৷