মহানগর ওয়েবডেস্ক: নাকের ডগায় বসে উৎপাত করে চলেছে চিন। ঠিক এমন একটা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এদিন রাজনাথ সিংয়ের মন্ত্রক ২,২৯০ কোটি টাকার যুদ্ধাস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছে। ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল সহ আরও একাধিক সরঞ্জাম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। চিনের সঙ্গে সঙ্ঘাতের আবহে এই ক্রয়ের জন্য ছাড়পত্র মিলেছে সেনার।
মোট বরাদ্দ ২,২৯০ টাকার মধ্যে ৭৮০ কোটি টাকা রাখা হয়েছে অ্যাসল্ট রাইফেল কেনার জন্য। রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল মার্কিন নির্মাণকারী সংস্থা SiG Sauer-এর থেকে কিনবে বলে জানা গিয়েছে। ৫০০ মিটারের মধ্যে শত্রুকে অব্যর্থ নিশানা করতে সক্ষম এই রাইফেল ইতিমধ্যেই ভারতীয় সেনায় রয়েছে ৭২,৪০০টি। সেই বন্দুক পছন্দ হওয়ায় আরও ৭২ হাজার অ্যাসল্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।